পরিবার ও এলাকাবসী সূত্রে জানাগেছে, আজ সোমবার দুপুরে মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের আলী হোসেনের ছেলে মুত্তাকিন বাড়ির উঠানে খেলা করতে করতে পাশের ধান শিদ্ধ করার চুলোর মধ্যে পড়ে যায়। চুলোর আগুনে তার সারা শরীর পুড়ে যায়। এ সময় তার ছটফটানিতে চুলোর ভিতর থেকে ছাই উড়তে দেখে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের নিকট নিলে ডাক্তার তাকে মৃত গোষনা করে। শিশু মুত্তাকিনের করুন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।