নরসিংদী সদর উপজেলার মাধবদী ও আশপাশের এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাঁকজমকপূর্ণ পরিবেশে সরকারি বই বিতরণ উৎসব পালিত হয় গত ১লা জানুয়ারিতে।
প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিনে সরকারি নতুন বই হাতে পেয়ে মহা খুশি। মাধবদী এস পি ইনস্টিটিউশন, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, ভূঁইয়া কিন্ডার গার্টেন, আলহাজ্ব ফজলুল করিম কিন্ডার গার্টেন, সান ফ্লাওয়ার প্রি ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন, মাস্টার বিদ্যা নিকেতন, আলগী মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার সকল বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকগণ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ করেন।