মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সওদাগরপাড়া থেকে হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন, উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের শামছু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও পাশ্ববর্তী ধামরাই উপজেলার চৌহাট গ্রামের সিদ্দিক আলীর ছেলে আমিনুর রহমান (৩৫)।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বাংলাদেশেরপ্রত্রকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সওদাগরপাড়ায় অভিযান চালিয়ে ৪ পুরিয়া হেরোইনসহ মনিরকে ও ৫০ গ্রাম গাঁজাসহ আমিনুরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment