মীর কাসেমকে মানিকগঞ্জে দাফন না করার দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ সংবাদদাতা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীকে তার নিজ জেলা মানিকগঞ্জে দাফন না করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার রাতে মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।
মানিকগঞ্জে মীর কাসেমকে দাফন না করার দাবিতে বিক্ষোভরাত সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদিক্ষণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সভায় বক্তারা বলেন, ‘মানিকগঞ্জের পবিত্র মাটিতে নরঘাতক মীর কাসেম আলীর ঠাঁই নেই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোমিন উদ্দিন, সেক্টর কমান্ডার ফোরামের জেলার সভাপতি মঞ্জুর আহমেদ প্রমুখ।
এদিকে হরিরামপুর উপজেলায় মীর কাসেম আলীর বাড়ি চালা গ্রামের দিয়াবাড়ি বাজারে সন্ধ্যা থেকে কয়েক দফায় বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা।

Comments (0)
Add Comment