মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় চার বাংলাদেশি আটক


জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার স্টার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মালয়েশিয়ার আইজিপি তান শ্রী খালিদ আবু বকর বলেছেন, গত ৭-১৭ আগস্টের মধ্যে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ও তিনজন বিদেশি। আটককৃতদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি রয়েছেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের হয়ে অস্ত্র চোরাচালনের অভিযোগে গত ১৯ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।

খালিদ বলেছেন, ঐ ব্যক্তির বুকিট বিনতাঙে একটি রেস্টুরেন্ট রয়েছে। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল। গত ২ সেপ্টেম্বর তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দ্বিতীয় সন্দহভাজন নেপালের এক ব্যবসায়ী। ১৯ আগস্ট আটক করার পর তাকে ২ সেপ্টেম্বর দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি দুইজনের একজন মরক্কো ও অন্যজন মালয়েশিয়ার নাগরিক।

Comments (0)
Add Comment