মাশরাফির আক্ষেপ

স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় না খেলেই এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যা কিনা বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালের দিকে আরো একধাপ এগিয়ে নিলো। কিন্তু অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা একদিকে খুশী হওয়ার সাথে হতাশও হয়েছেন। গ্যাবার দারুণ এই মাঠটিতে খেলতে না পারার হতাশা। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেওয়ার পর সংবাদ সম্মেলনে মাঠে না নেমেই এক পয়েন্ট নিয়ে খুশী মাশরাফি বলেন, ‘পয়েন্ট পাওয়ার পর তো অবশ্যই ভালো লাগছে। আমরা জানিনা ম্যাচের ফলাফল কি হতো? আমরা শুধু ভালো ক্রিকেট খেলার জন্যেই প্রস্তুত ছিলাম। এটাই তাদের(অস্ট্রেলিয়া) বিপক্ষে আমাদের জন্য ভালো অভিজ্ঞতা হতে পারতো। মোদ্দা কথা, অজিদের পেস আক্রমণের বিপক্ষে খেলাটা আমাদেরকে পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাসী করে তুলতো।’ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়, অজিদের সঙ্গে এক পয়েন্ট করে ভাগাভাগি এবং সামনে স্কটল্যান্ডের বিপক্ষেও জয় আসার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। যদিও তার আগে লঙ্কানদের মুখোমুখি হতে হবে বাংলাদেশের। ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে তারা। পয়েন্ট পাওয়ার পরেও হতাশ বাংলাদেশের অধিনায়ক। উত্তরটাও পাওয়া গেলো একটু পরেই। বললেন, ‘আমরা গ্যাবায় খেলতে না পেরে দারুণ হতাশ। আমরা সত্যিই ব্রিসবেনের দারুণ দৃষ্টিনন্দন এই মাঠে খেলার জন্যে মুখিয়ে ছিলাম। এটা টুর্নামেন্টে আমাদেরকে অনেক সাহায্য করতো।’ অস্ট্রেলিয়াতে চারটি প্রস্তুতি ম্যাচেই ভরাডুবির কারণে বাংলাদেশ যতটা হতাশ ছিল তার পুরোটাই গিয়ে পড়েছে আফগানিস্তানের ম্যাচে। যদিও জয় আসে বাংলাদেশের ঘরেই। অস্ট্রেলিয়ার পর এখন মাশরাফিরা আরো চারটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড, শ্রীলংকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড ছাড়াও এই পুলের আরেকটি বিধ্বস্ত দলের নাম ইংল্যান্ড। সেক্ষেত্রে ইংলিশ বধেও মুখিয়ে থাকবে তারা। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পুল ‘এ’ এর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আগামী ২৬ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ খেলতে মেলবোর্নে শ্রীলংকার মুখোমুখি হবে মাশরাফিবাহিনী।

Comments (0)
Add Comment