মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে আতিকুর রহমান (২৬) নামের এক পুলিশ কনস্টেবলের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বালারহাট ইউনিয়নের সাতভেন্ডি নামক স্থানে একটি ব্রিজের নীচে রক্ত মাখা বস্তাবন্দি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পুলিশ কনস্টেবল উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুহিয়া বানিনাথপুর গ্রামের হান্নান মুন্সীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন, তার কনস্টেবল নম্বর ৫৩৭। পরিবারের লোকজন জানায়, তিনি গত রবিবার ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে পূর্ব শক্রতার জের ধরে তাকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।