মিশরে জেল থেকে ছাড়া পাওয়া আল জাজিরার সাংবাদিক পিটার গ্রেস্টে সহকর্মীদের মুক্তি চান

প্রায় ৪০০ দিন আটক থাকার পর আল জাজিরার তিন সাংবাদিকের একজন গ্রেস্টেকে রোববার মুক্তি দিয়েছে মিশর।

মিশর থেকে ছাড়া পাওয়ার পর তিনি সাইপ্রাস পৌঁছেন। মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে অস্ট্রেলিয়ার নাগরিক গ্রেস্টেসহ তিনজন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছিল মিশরের আদালত।

বাকী দুজনের নাম মোহাম্মদ ফাহমি এবং বাহার মোহাম্মদ। এ দুইজন এখনো জেলে। ফাহমির রয়েছে কানাডা এবং মিশরের যৌথ নাগরিকত্ব। মিশরের নাগরিকত্ব ছেড়ে দেয়ার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হতে পারে বলে জানানো হয়েছে প্রেসিডেন্টের কয়েকটি সূত্রে।

কিন্তু আরেকজন বন্দি বাহার মোহাম্মদকে নিয়ে দুশ্চিন্তা এখনো রয়েই গেছে। তার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই।

গ্রেস্টে মুক্তি পাওয়ার পর তার এই দুই সহকর্মীকে নিয়েইে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাদেরকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Comments (0)
Add Comment