মুন্সীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

ফাইল ছবি

রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার শীমলিয়া ইউনিয়নের জমি দখলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র দুই পক্ষে ঘোলা গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। রোববার টঙ্গিবাড়ী উপজেলায় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহরাব হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরী বিভাগের চিকিৎসক ডা. মামুন জানান সে শঙ্কামুক্ত রয়েছে।

স্থানীয়রা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর মিয়া ও যুবলীগ কর্মী মেহেদী হাসানের নেতৃত্বে কিছু লোক শনিবার রাতে আলদী গ্রামের হারেজ মিয়ার জমি দখল করেন। রোববার সকালে তারা ওই জমিতে গেলে গ্রামের যুবক সোহরাব হোসেন বাধা দেন। এ সময় মেহেদী ক্ষিপ্ত হয়ে সোহরাব হোসেনকে গুলি করে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Comments (0)
Add Comment