মুন্সীগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকা থেকে মো. মোহন (৪৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকাল ৮টায় বাউশিয়া ইউনিয়নের পাঠাবাড়ি এলাকায় মাইক্রোবাসসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফেরদৌস হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি টিম বাউশিয়া এলাকা থেকে পিকআপে তল্লাশি চালিয়ে মো. মোহন মিয়াকে গাঁজাসহ আটক করে। আটককৃত মোহন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার কান্দুঘর এলাকার সুরুজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments (0)
Add Comment