মুশফিকের আঘাতে ভাবনায় (বিসিবি)

স্পোর্টস ডেস্ক:

বিসিবি একাডেমী মাঠে প্রিমিয়ার লিগের অনুশীলনের সময় হঠাৎ করে ডান কাঁধে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। বিশ্বকাপকে সামনে রেখে এ ধরনের আঘাত দলকে স্বাভাবিকভাবেই ভাবনায় ফেলছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ডাক্তার চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘এখনো ঠিক করে কিছু বলা যাচ্ছে না। আজ আমরা স্ক্যান করাবো, তারপরেই বলা যাবে।’ একই সাথে তিনি আশাও দিয়েছেন। বলেন, ‘চিন্তার কিছু নেই। তেমন কিছুই হয়নি। আগে থেকেই ওর(মুশফিক) কাঁধের সমস্যা ছিল। ডাইভ দিতে গিয়ে মাঝে মধ্যে কাঁধের জোড়টা নড়ে যায়। আজও সেরকমই হয়েছে।’ এদিকে, এই চোটের কারণে প্রাইম দোলেশ্বরের হয়ে মাঠে নামতে পারছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

Comments (0)
Add Comment