অনলাইন ডেস্ক: দেশের মেডিকেল কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকালে ফল বের হওয়ার কথা চিকিৎসা শিক্ষার পরিচালক অধ্যাপক মো. আবদুর রশীদ জানান।
তিনি বলেন, এর মধ্যেই পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএস করে ফল জানা শুরু করেছে। ‘ফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।’
শুক্রবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী এমবিবিএস ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় নেয়। গত বছর এমবিবিএস ১ম বর্ষে ২৯টি সরকারি কলেজে ৩ হাজার ১৬২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৫ হাজার ৩২৫ জনের ভর্তির সুযোগ ছিল। এছাড়া বিডিএস কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।