মেহেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মানবন্ধন ও সমাবেশ

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে  মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে হেযবুত তওহীদের এমন উদ্যোগের সাথে মেহেরপুর জেলা কৃষকলীগ একাত্বতা ঘোষনা করে।
সোমবার বেলা ১১টার সময় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে হেযবুত তওহীদের মেহেরপুর-মুজিবনগর আমির শরিফুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, সহ সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, হেযবুত তওহীদের কুষ্টিয়া অঞ্চলের আমির মনিরুয্যামান মনির, গাংনী-দৌলতপুর উপজেলার আমির সাহারুল ইসলাম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা: আল-আমিন হোসেন, মেহেরপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল মিয়া, প্রচার সম্পাদক হাজী আব্দুল মজিদ, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম, মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি নরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নিকুল, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, গাংনী পৌর কৃষকলীগের আহবায়ক বদরুল আলম, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোনাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আশরাফ আলী, কাথুলী ইউনিয়ন সভাপতি আ: মান্নান।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।
এছাড়াও বক্তারা আরো বলেন, জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করে না, জঙ্গিবাদ কোন ধর্মের শিক্ষা হতে পারে না। স্বার্থেন্নসী কতিপয় নাম ধারী আলেম,ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের কোমলমতি শিক্ষার্থীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরেছেন এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে চলেছে । দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদ বিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহবানও জানান বক্তারা। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment