ময়মনসিংহে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান বিতরন

ময়মনসিংহ প্রতিনিধি: সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহ সদরের বন্যা কবলিত হয়ে পড়ে। শহরের ব্রীজ মোড় মুক্তিযোদ্ধা পল্লীতে উজানের ঢল এবং অতিরিক্ত বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়। এখানে প্রায় কয়েক হাজার লোক বসবাস করে। তাদের মধ্যে বিভিন্ন এনজিও কর্তৃক সাহায্যে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ আগস্ট দুপুরে মুক্তিযোদ্ধা আবাসন পল্লীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছে । এ সময়ে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের ডিডিএম মোঃ জাহাঙ্গীর আলম , ডিডিআউটি মোঃ সাখাওয়াত হোসেন, ডিডিএমএফ সুদের চন্দ্র রায়, ডিডি ট্রেনিং আলমগীর হোসেন, মোঃ সাইফুল, মোঃ লুৎফর রহমান, মোঃ মাহবুব আলমপ্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের আসপাডা পরিবেশ উন্নয়নের কমকর্তা ওর্ কর্মচারী বৃন্দ। ৩০১টি পরিবারের মধ্যে চাঊল ৪ কেজি, পোলাও এর চাউল ১ কেজি, সাবান ১টি, তেল আধা লিটার, চিনি আধা কেজি, সেমাই এক প্যাকেট বিতরন করেন। সার্বিক সঞ্চালনায় ছিলেন মাহমুদুল হাসান মিন্টু,আব্দুল মোতালেবসহ এলাকাবাসী।

Comments (0)
Add Comment