এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাদের মাঝে কোতোয়ালী মডেল থানার শ্রেষ্ঠ এস.আই. হিসেবে খন্দকার শাকের আহাম্মেদ, নান্দাইল মডেল থানা থেকে শ্রেষ্ঠ এ.এস.আই হিসেবে খাইরুল ইসলাম, শ্রেষ্ঠ ডি.বি অফিসার হিসেবে শেরপুর ডিবির এস.আই ফজলে এলাহী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নেত্রকোনা থানার এস.আই হাবিবুর রহমান, শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে জামালপুরের ডিবির এস.আই সাদরুল হাসান খান, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে শেরপুর সদর ট্রাফিক এর সার্জেন্ট মো: রুবেল মিয়া, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে নেত্রকোনা বারহাট্টা থানার এস.আই কাজী মো: শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ ডি.এস.বি অফিসার হিসেবে নেত্রকোনা ডিএসবি এর এ.এস.আই নূরুল ইসলাম, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে নেত্রকোনা আইসিটি শাখার কং/৮১৫ মো: আবুল হোসেন, শ্রেষ্ঠ দফাদার (১ম) হিসেবে নেত্রকোনা ৯নং চলিশা ইউনিয়ন শাখার দফাদার মো: সিরাজুল ইসলাম, শ্রেষ্ঠ দফাদার (২য়) হিসেবে ময়মনসিংহের ৮নং আকুয়া ইউনিয়ন শাখার দফাদার রামগোপাল , শ্রেষ্ঠ দফাদার (৩য়) হিসেবে জামালপুরের ৭নং চরবানীপাকুরিয়া ইউনিয়ন শাখার দফাদার মো: ফজলুল হককে পুরস্কৃত করেন ময়মনসিংহের সফল ডি.আই.জি, অপরাধীদের আতঙ্ক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় অতিরিক্ত ডি.আই.জি ড. আক্কাস উদ্দিন ভূইয়া সহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।