রবিবার বেলা ১১টায় ওই তিন জঙ্গির ময়নাতদন্ত শুরু হয়। বেলা ১টার দিকে ময়নাতদন্ত শেষে তদন্ত দলের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তদন্তদলের অন্য সদস্যরা হলেন- ঢামেকের ফরেনসিক বিভাগের প্রভাসক প্রদীপ বিশ্বাস এবং কবীর চৌধুরী।
সোহেল মাহমুদ সাংবাদিদের বলেন, ‘দুই জনের শরীরে স্প্লিনটার ও গুলির চিহ্ন ছিল। গুলির কারণেই তাদের মৃত্যু হয়ে। মাথার সামনে দিয়ে গুলি প্রবেশ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে। তবে তামিমের শরীরে শুধু গুলির চিহ্ন পাওয়া গেছে। জঙ্গিদের শরীর থেকে উরুর মাংস, চুল এবং রক্তের নমুনা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’