যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যারো কাউন্টির ওয়াইন্ডার শহরের অ্যাপালেইচি হাই স্কুলে এক ভয়াবহ গুলির ঘটনায় ১৪ বছর বয়সী এক ছাত্রের গুলিতে চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিক্ষার্থী এবং দুই শিক্ষক রয়েছেন। এই ঘটনাটি বুধবার ঘটে এবং এতে আরও নয়জন আহত হয়েছেন।
তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন কিশোর কোল্ট গ্রে (১৪) ঘটনার পরপরই আটক হয়েছে। অতীতে সে অনলাইনে স্কুলে গুলি করার হুমকি দিয়েছিল, যা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরে এসেছিল। সন্দেহভাজন একটি আধাস্বয়ংক্রিয় এআর রাইফেল দিয়ে সজ্জিত ছিল, তবে স্কুলে মোতায়েন থাকা ডেপুটিরা দ্রুত তাকে আটক করে।
এ ঘটনায় নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী মেসন শেরমারহর্ন ও ক্রিস্টিয়ান আঙ্গুলো এবং শিক্ষক রিচার্ড অ্যাসপিনওয়াল (৩৯) ও ক্রিস্টিন ইরেমি (৫৩) রয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।
এটি যুক্তরাষ্ট্রে স্কুলে গুলির একটি দুঃখজনক উদাহরণ, যা শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে।