যে ‘হিগস বোসন কণা’ বা ‘ঈশ্বর কণা’থেকে মহাবিশ্বের যাবতীয় পদার্থ সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা, সে কণাটিই বিশ্বব্রম্মাণ্ডকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
‘গড পার্টিকেল’ বা ঈশ্বর কণা সম্পর্কে এ নতুন সতর্কবার্তা দিয়েছেন খ্যাতনামা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি বলছেন, “যে কোনো সময়ই মহাবিশ্বের ধ্বংস ডেকে আনতে পারে এ কণা। আমরা এর আভাসও পাব না”।
২০১২ সালে বিজ্ঞানীরা এই ঈশ্বর কণার অস্তিত্ব খুঁজে পান। যে কণা সম্পর্কে পুরোপুরি জানা গেলে এই বিশাল মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
হকিং বলছেন, অতি উচ্চ শক্তি স্তরে অস্থিতিশীল হয়ে উঠতে পারে হিগস বোসন কণা। যার কারণে ‘বিপর্যয়কর শূণ্যতা ক্ষয়’ সৃষ্টি হতে পারে। আর এতেই ধ্বংস হতে পারে স্থান-কাল।
তবে অদূর ভবিষ্যতে এমন আকস্মিক বিপর্যয়ের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন হকিং। কিন্তু অতি উচ্চ শক্তি স্তরে হিগস বোসন কণা অস্থিতিশীল হয়ে ওঠার বিপদটাকে একেবারে উপেক্ষা করা যায় না বলেও সতর্ক করেছেন তিনি।