বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও আহত যাত্রীদের পরিচয় এখনো নিশ্চিকত করতে পারেনি পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রাজশাহী থেকে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটির সামনের অংশ রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন এবং কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আরো দুইজন যাত্রী নিহত হয়েছে।
ওসি রেজাউল করিম আরও জানান, বাসটি উদ্ধারের জন্য পুলিশের উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে এসে পৌঁছেছে। অপরদিকে ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধারকাজে পুলিশ ও স্থানীয় লোকজনকে সহায়তা করছে।