বুধবার দুপুরে বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরে আলম, জিন্নাত হোসেন লাভলু, শরিফুল ইসলাম শরিফ, সুমন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে-জাহান-শাওন, সোহেল রানা সনি, আসাদুদৌল্লাহ সাগর, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন, রংপুর সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক সাগর রায়, সাংগঠনিক সম্পাদক রুবেল, রংপুর কারমাইকেল কলেজের সহ-সভাপতি নির্জাস, আকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবায়েত হাসান রনি, সাইদুজ্জামান সিজার, সাইফুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক সাগর হাসান হাবিব, ফিরোজ আলম, ছাত্রলীগ নেতা আদনান হোসেন, মনির হোসেন, হাসিব মাহমুদ, আল ইমরান, আবু সাঈদ রিয়াদ, সোহেল, জিয়ন, আতিক, মাসুদ, আল আমিন, নয়ন মাহমুদ বিপ্লব প্রমুখ।
সমাবেশে বক্তারা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের উপর সন্ত্রাসি হামলা এবং হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।