রংপুরে পুলিশি অভিযানে ৩ জামায়াত কর্মীসহ আটক ২৫৫

রংপুর অফিস: রংপুরে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে এবং বিভিন্ন মামলায় তিন জামায়াত কর্মীসহ ২৫৫ জনকে আটক করেছে পুলিশ। গত রবিবার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৮ উপজেলায় এ অভিযান চালানো হয়।
আটক তিন জামায়াত কর্মী হলেন- মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাজী আবুল খায়েরের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭), পীরগাছা উপজেলার জবদিগঞ্জ গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)ও একই উপজেলার দেউতি গ্রামের সৈয়দ নূরির ছেলে আমিরুল ইসলাম (৪০)।
রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের সোমবার সকালে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment