রংপুরে বিভিন্ন মামলার ৪৬ জন আটক

রংপুর ব্যুরো: রংপুর জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন মামলায় ৪৬ জন আসামীকে আটকর করেছে পুলিশ।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন থানায় এজহার ও ওয়ারেন্টভুক্ত দাগি আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।
পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুখ জানান, চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে জেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment