রংপুরে শপথ নিলেন সংরক্ষিত আসনের ৯১ নারী সদস্য

ছবি : শপথ বাক্য পাঠ করছেন রংপুর বিভাগের চার জেলার ২৯টি উপজেলার উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যরা

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের চার জেলার ২৯টি উপজেলার উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৯১ জন নারী সদস্য শপথ নিয়েছেন। বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে কমিশনার দিলোয়ার বখত তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমশিনার মিনু শীল, জেলা প্রশাসকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা।

চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুরের উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  উপজেলাগুলো: লালমনিরহাটের সদর , আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা,পাটগ্রাম, পঞ্চগড়ের সদর, আটোয়ারী, তেতুলিয়া,বোদা, দেবীগঞ্জ, কুড়িগ্রামের সদর, নাগেশ্বরী ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর ও দিনাপুরের সদর ফুলবাড়ী, পার্বতীপুর, কাহারোল, বিরামপুর, চিলিরবন্ধর, খানসামা, নবাবগঞ্জ, বিরল, বীরগঞ্জ, ঘোড়াঘাট ও বোচাগঞ্জ ।

Comments (0)
Add Comment