রংপুরে ৮দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

রংপুর প্রতিনিধি: রপুর পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর জেলা প্রশাসন আয়োজিত ৮দিন ব্যাপী বই মেলার উদ্বোধনী করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
উদ্বোধন কালে তিনি বলেন, ভবিষ্যত জ্ঞানী প্রজন্ম তৈরীতে বর্তমান প্রজন্মকে বেশি বেশি বই পড়তে উৎসাহ দিতে হবে। কারণ তারা বই পড়ে তাদের জীবনকে আলোকিত করবে। আলোকিত মানুষ তৈরিতে বই এর বিকল্প নেই। বই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং নির্মল আনন্দ দেয়। এ জন্য আমাদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জন্মদিন বা যে কোন অনুষ্ঠানে বই উপহার দিয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে হবে। বর্তমানের বাংলাদেশ সকল ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। আরো হবে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে। এজন্য অভিভাবকদের সবসময় সন্তানদের খোঁজ রাখতে হবে। রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার পরিচালক একেএম রেজাউল করিম, রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ( বাংলা বিভাগ) ড. তুহিন ওয়াদুদ, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রশিদুল মান্নাফ, রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, অভিযাত্রিক সভাপতি এডভোকেট এম এ বাশার, ছড়া সংসদ রংপুরের সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, রংপুর সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাংবাদিক আফতাব হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রাফা মোহাম্মদ আরিফ। এর আগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। রংপুর জেলা প্রশাসন আয়োজিত এ বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাহিত্য পত্রিকা, বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরীসহ ৪৫টি স্টল রয়েছে। বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। তবে বিকেলে প্রবন্ধ ও কবিতা পাঠ, আলোচনা, নতুন লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এসব অনুষ্ঠানে অংশগ্রহন করবে।

Comments (0)
Add Comment