কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে লালমনির হাট থানার এএসআই শাহনুর ও কন্সটেবল ফারুক গাাঁজা বহন কারী কারটিকে ঢাকা লালমনিরহাট মহাসড়কে ধাওয়া করে এবং কাউনিয়া থানায় খবর দেয় । পরে গাড়িটি কাউনিয়া এলাকায় প্রবেশ করলে এসআই মাসুদ,এসআই শাহজাহান গাড়ির পিছু নিলে তারা টের পেয়ে মীরবাগ এলাকা থেকে ফিরে শহীদ বাগ ইউনিয়নের বল্লববিষ্ণু গুলশান মোড়ের কাছে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়ির ভিতরে রাখা ৮টি বান্ডিল এ ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটি রাজারহাট উপজেলা থেকে আসছিল। সিজার লিষ্ট হওয়ার পর মাল গুলি লালমনির হাট থানা পুলিশ নিয়ে যায়।