রংপুর জেলা আ’লীগ নেতা টুটুল এর মৃত্যুতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক

প্রেস রিলিজ:

রংপুরের সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে টুটুলের মৃত্যুতে রংপুরে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ । মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি আতাউর জামান বাবু ও সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান ।

Comments (0)
Add Comment