রংপুর পীরগাছায় বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাসেল, পীরগাছা প্রতিনিধি: রংপুর পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যেগে বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আফসার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ফরহাদ হোসেন অনু, মহিলা ভাইস চেয়াম্যান মঞ্জুরী বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) দীপঙ্কর রায়, রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী,পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পীরগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, যুবলীগের যুগ্ন আহব্বায়ক আবু তারেক পাভেলসহ উপজেলার সকল পর্যায়ের আ’লীগের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সমাবেশ শেষে সকল নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা সভার আগে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

Comments (0)
Add Comment