এর আগে বৃষ্টির কারণে উদ্বোধনী দিনে রংপুর রাইডার্স ও আসরের আরেক নতুন দল খুলনা টাইটানসের মধ্যকার ম্যাচটি বল মাঠে গড়ানোর আগেই বাতিল ঘোষণা করা হয়।
রংপুর রাইডার্সের দেশী খেলোয়াড়দের তালিকায় আছেন: সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি ও শাহবাজ চৌহান।
বিদেশীদের তালিকায় আছেন: শহিদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্রা সেনানায়েকে ও জিহান রুপাসিংহে।বিডিপত্র/আমিরুল