রক্তের সুগার মাত্রা কমাতে আপেল সিডার


শুধুমাত্র সালাদে বা রান্নায় নয়, বাড়ির বিভিন্ন টুকিটাকি কাজেও ব্যবহার করা যায় আপেল সিডার ভিনিগার। আগাছা পরিষ্কার থেকে চুলের যত্ন সবটাই হতে পারে আপেল সিডারের সাহায্যে। কীভাবে? জেনে নিন আপেল সিডারের নানা ব্যবহার সম্পর্কে:

– এনার্জি পেতে কফির বদলে খেতে পারেন আপেল সিডার। এক গ্লাস পানিতে দুই টেবিল চামচ সিডার মিশিয়ে খান। দারুণ ফল পাবেন।

– খুশকি তাড়াতে আপেল সিডার ব্যবহার করে দেখুন। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকে। খুশকি দূর করতে সমপরিমাণে পানি আর ভিনিগার মিশিয়ে চুলে লাগান। ভালো ফল পাবেন।

– রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে আপেল সিডার। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে ডায়েটে রাখতে পারেন এই সিডার।
– ফ্রুট ফ্লাই ট্র্যাপ হিসাবে ব্যবহার করতে পারেন আপেল সিডার। কিছুটা আপেল সিডার একটি পাত্রে ঢেলে রাখুন। ভিনিগারের গন্ধে মাছিরা আকৃষ্ট হয়ে তার ওপর এসে বসবে। তার পরে আর উড়তে পারে না।

– বাড়ির চারপাশে ছড়িয়ে দিন আপেল সিডার। আগাছা মরে যাবে।

– সুস্থ, সতেজ এবং গ্লোয়িং চুল পেতে চাইলে শ্যাম্পুর পর আপেল সিডার দিয়ে ধুয়ে ফেলুন চুল। ফল পাবেন হাতেনাতে।

– মশার কামড় বা র‌্যাশ বা অন্য যে কোনো ধরনের চুলকানির সমস্যায় ত্বকে লাগাতে পারেন আপেল সিডার। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান নানা রকম ত্বকের সমস্যার সমাধান করে।

– গলা খুশখুশ করলে এক কাপ গরম পানিতে কিছুটা আপেল সিডার মিশিয়ে গার্লেল করুন। উপকার পাবেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Comments (0)
Add Comment