রাজধানীর কদমতলীতে ইট বোঝাই একটি লরি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। গত কাল সকাল ৮টার দিকে কদমতলীর জিয়া কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কদমতলী থানার ওসি আব্দুস সালাম জানান। নিহতরা হলেন- নজরুল ইসলাম ও হনুফা বেগম। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ওসি সালাম বলেন, লরিতে ছয় জন শ্রমিক বসেছিলেন। দুর্ঘটনার পর তাদের চার জন ডোবার তীরে উঠে আসেন। এক নারী শ্রমিকসহ দুজন লরির নিচে চাপা পড়ায় তাদের মৃত্যু হয়। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে সকাল সোয় ১০টার দিকে দুজনের লাশ উদ্ধার করে।