পুলিশ জানায়, ঢাকার রিক্সা চালক খোকন মিয়া ও আরোহী নুরজাহান বেগম নিহত হয়েছেন। সাথে থাকা নিহত নুরজাহানের স্বজন ফাতেমা বেগম আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মতিঝিলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্যের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ি সুত্র জানায়, রাজউক ভবনের কাছে যাত্রীবাহী একটি বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা চালক ও দুই আরোহী গুরুতর আহত হয়। আহত ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নুরজাহানকে মৃত ঘোষণা করেন, এবং চিকিৎসাধীন অবস্থায় খোকন মারা যায়। ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।