ফরিদপুর ব্যুরো, মোঃ খালেদুর রহমান ঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ ফেব্র“য়ারি ২০১৬ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন আলীপুর বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী থানাধীন ০৪ নং আলীপুর ইউনিয়নের আলাদীপুর আবীর ষ্টোরের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল বুধবার বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ হারুন মোল্লা (২৫), পিতাঃ-মোঃ দুলাল মোল্লা, সাং-আলাদীপুর থানাঃ-রাজবাড়ী, জেলাঃ-রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা জানায় তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী নিজ হাতে তার পরিহিত লুঙ্গির কোমরের গোঁছ হতে ০১টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত লালচে রং এর ২০৬ পিস কথিত ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।