রাজশাহীতে মদ্যপানে ৫ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মৃত্যুর এ ঘটনা ঘটে।
সোমবার রাতে তারা প্রত্যেকে সুইপার কলোনীতে বসে মদপান করেন। মঙ্গলবার সকালে তারা অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর্যায়ক্রমে তাদের মৃত্যু হয়।
মৃত্যুবরণকারীরা হলেন সুইপার কলোনীর অনিল (৫৫), বোধনী রাণী (৭০), জহর লাল (৬৫), গৌরশহরপুর এলাকার মাহাতাব (৫৫) ও মোক্তারপুর এলাকার হেলাল (৬৫)।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, পাঁচজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ সুইপার কলোনীতে যায়। সেখানকার বাসিন্দারা জানান, আগের দিন রাতে তারা চোলাই মদ পান করেছিলেন। সকাল থেকে তারা অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ একাডেমীর পাশের ওই সুইপার কলোনীতে প্রতিদিন রাতে মদ্যপানের আসর বসে। সোমবার রাতেও অনেকে সেখানে মদ্যপান করেন। মঙ্গলবার সকাল থেকে ৫ জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে ৫ জনের মৃত্যু হয়।
বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর পর পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

Comments (0)
Add Comment