রাজশাহীতে হরতাল নাশকায় হেলপার নিহতের ঘটনায় মামলা, আটক ১১

atok picরাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় পেট্রলবোমা হামলায় হেলপার পিন্টু নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত কাল সকালে পিন্টুর বাবা আহমদ আলী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় পুঠিয়া উপজেলা শিবির সভাপতি রাকিব, শিবিরকর্মী আশিক, জামায়াত নেতা আলমসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বৃহ¯পতিবার দিনগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার বেলপুকুর ঢালানে চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় প্রাণ বাঁচাতে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হন হেলপার পিন্টু।

Comments (0)
Add Comment