মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে শনিবার(২২-১-১৭) বিকালে কদমবাড়ি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি ও শৃঙ্খলা পর্ষদ আয়োজিত ইউনিয়ন সেরা কন্ঠ ও সেরা খেলোয়ার নির্বাচন- ১৭ ও এ উপলক্ষে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পর্ষদের সভাপতি অসীম কান্তি বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান আলোচক বিএসবি ক্যাব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন এমকে বাশার, শিক্ষা মন্ত্রনালয়ের ( পরিদর্শন ও নিরীক্ষা) উপপরিচালক রসময় কির্ত্তনীয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিব কুমার বালা, অধ্যক্ষ রিপন কুমার বিশ^াস ও বিনোদ রজ্ঞন গাইন প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয় ।