রাশিয়া বেশির ভাগ সেনা সরিয়ে নিয়েছে

পূর্ব ইউক্রেইনে লড়াইয়ে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। মস্কো বরাবরই পূর্ব ইউক্রেইনে সেনা পাঠানো কিংবা রুশপন্থি বিদ্রোহীদেরকে ইউক্রেইন বাহিনীর সঙ্গে লড়তে সহায়তা করার কথা অস্বীকার করে আসছে।

কিন্তু ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্ব পূব ইউক্রেইনে রুশ সেনা থাকার প্রমাণ আছে বলে জানিয়ে আসছে।

গত শুক্রবার ইউক্রেইন এবং রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর পোরোশেঙ্কো বলেন, এ শান্তির রোডম্যাপের আওতায় ইউক্রেইন স্বার্বভৌম দেশ হয়ে থাকবে। তবে পূর্বাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোকে বিশেষ মর্যাদা দেয়া হবে বলে জানান তিনি।

পোরোশেঙ্কো বলেন, “গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকা থেকে ফিরে গেছে ৭০ শতাংশ রুশ সেনা। এতে করে শান্তি উদ্যোগ শুভ ফল বয়ে আনার ব্যাপারে আমাদের আশা আরো বেড়ে গেছে”।

তবে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা’ অনবরতই কিয়েভ বাহিনীকে উস্কানি দিতে থাকায় যুদ্ধবিরতি রক্ষা করাটা খুব সহজ হচ্ছে না।

Comments (0)
Add Comment