রিয়ালল মাদ্রিদ তারকাদের জয়ের উল্লাস


স্পোর্টস ডেস্ক:
তারকাসমৃদ্ধ রিয়াল মাদ্রিদ এ মৌসুমে লা লিগায় টানা হেরেছে গত দুইটি ম্যাচ। তবে, দারুণ শুরু করলো ইউরোপ সেরার লড়াই, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিস জায়ান্টরা। জয় খরা কাটাতে আর শিরোপা ধরে রাখতে রিয়ালের কোচ আনচেলত্তি ম্যাচের আগেই জানিয়েছিলেন, তার দল প্রস্তুত। আর কোচের কথাকে যথার্ত প্রমাণ করতে যেন উঠেপড়ে লেগেছিল তার শিষ্যরা। ম্যাচে গোল পেয়েছেন রিয়ালের উপর সারির সব তারকারা। তারকাখচিত রিয়ালের হয়ে গোল করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ ও করিম বেনজেমা। অপর গোলটি এসেছে আÍঘাতী গোলের সুবাদে। সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বাসেলের সুচির ভুলে আÍঘাতী গোল হলে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩০ মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুন করেন ওয়েলসের তারকা গ্যারেথ বেল। বেলের গোলের এক মিনিট পেরুতেই রোনালদোর গোল। তার গোলে ৬৫ হাজারেরও বেশি দর্শক আনন্দে মাতোয়ারা হয়ে পড়েন। সমর্থকদের চোখ তখন বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা
রদ্রিগেজের দিকে। নিরাশ করেন নি কলম্বিয়ান তারকা। ম্যাচের ৩৭ মিনিটে গোল করেন তিনি। ব্যবধান যখন ৪-০, তার এক মিনিট পরেই বাসেলের গঞ্জালেস ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন। ম্যাচের ৩৮ মিনিটে গোলটি হয়। বিরতির আগে আর কোনো গোল না হলে ৪-১ এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল। প্রথম দিকের তারকা ফুটবলাররা যখন সমর্থকদের আনন্দ দিয়ে চলেছেন, তখন বাদ থাকেননি ফ্রান্সের তারকা করিম বেনজেমা। ম্যাচের ৭৯ মিনিটে বাসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। গোলপোস্টে মোট ২২টি শট নেওয়া রিয়াল অবশেষে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Comments (0)
Add Comment