রিয়ালে নতুন মৌসুমের নায়ক কেইলর নাভাস


স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক জের্জি দুডেক বলেছেন, রিয়ালে দু’জন বিশ্বসেরা গোলরক্ষক রয়েছেন। ক্লাবের জন্য তাই তিনজন বিশ্বমানের গোলরক্ষকের কোনো প্রয়োজন নেই। এরফলেই দিয়েগো লোপেজের মতো গোলরক্ষককে ক্লাব ছেড়ে দিয়েছে। রিয়ালের হয়ে ৫২ ম্যাচ খেলা লোপেজ এ মৌসুমে এসি মিলানে নাম লিখিয়েছেন। ভিলারিয়ালে ১৭১ ম্যাচ গোল পোস্টের দায়িত্ব পালন করা লোপেজকে অনেকটা এসি মিলানের কাছে হস্তান্তর করে রিয়াল। কারণ, বার্নাব্যুতে তার জায়গা নেই। রিয়ালে এ মৌসুমে নতুন করে এসেছেন কোস্টারিকার বিশ্বকাপ নায়ক কেইলর নাভাস। নাভাস ছাড়াও তাদের ক্লাবে রয়েছে বিশ্বসেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এ প্রসঙ্গে দুডেক বলেন, ‘এটা রিয়ালের জন্য সৌভাগ্য যে, তারা বিশ্বমানের দুইজন গোলরক্ষক পেয়েছে। এখানে তিনজনের কোনো জায়গা নেই।’ লোপেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি লোপেজকে এসি মিলানে পাঠিয়ে রিয়াল ভাল সিদ্ধান্ত নিয়েছে। নাভাস ইতোমধ্যেই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে নিজের আÍবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। ক্যাসিয়াস এ ক্লাবের একজন আইকন খেলোয়াড়। দুইজন হাই-লেভেলের গোলরক্ষক রাখায় লোপেজকে ছেড়ে দেওয়াটা তার জন্যই ভাল হয়েছে।’ এদিকে এসি মিলানে লোপেজকে পেয়ে দারুন খুশি ক্লাবের সিইও আদ্রিয়ানো গাল্লিয়ানি। তিনি বলেন, ‘৩২ বছর বয়সী লোপেজ এবার আমাদের ক্লাবে তার সেরাটা দিয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। সে ইউরোপের সেরা একজন গোলরক্ষক।’

Comments (0)
Add Comment