রুবেলের মুক্তি দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও ক্রীড়ামোদীসহ সর্বস্তরের মানুষ।
গত কাল শনিবার দুপুরে শহরের ব্যস্ততম সাধনার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
বাগেরহাটবাসীর ব্যানারে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী, খেলোয়াড়, ক্রীড়াসংগঠক, জেলা ক্রীড়া সংস্থাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনকালে বক্তারা বলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তাতে বাগেরহাটের কৃতি সন্তান রুবেল হোসেনের নাম রয়েছে। তাকে ওই বিশ্বকাপে খেলতে না দেওয়ার চক্রান্ত হিসেবে হ্যাপি নামে এক অভিনেত্রীর দায়ের করা মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাটবাসী অবিলম্বে দেশের স্বার্থে রুবেলকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

Comments (0)
Add Comment