রুহিয়ার অসহায়-দুস্থ মানুষের পাশে ওমান প্রবাশী সাদেকুল

বাদল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার অসহায়-দুস্থ মানুষের পাশে ওমান প্রবাশী সাদেকুল।

নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে রুহিয়া ইউনিয়নের ঘনিবৃস্টপুর (মাটিগারা) গ্রামের অসহায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন ওমান প্রবাসী সাদেকুল ইসলামের প্রতিনিধি হিসেবে তার চাচাতো ভাই খমরুল এবং ভাতিজা গালিব।

০৩ এপ্রিল (শুক্রবার) বিকেলে রুহিয়া ইউনিয়নের ঘনিবৃস্টপুর (মাটিগারা) গ্রামের প্রায় ৭০ টি অসহায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষের মাঝে ৫ কেজি করে চাল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।

Comments (0)
Add Comment