রূপগঞ্জের ভুলতায় পুলিশ বক্স উদ্বোধন

রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ওয়ালটন গ্র“পের সৌজন্যে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মুহিত উদ্দিন পুলিশ বক্সটি উদ্বোধন করেন। এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সড়ক দুর্ঘটনারোধে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের জন্য পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে বলে আশা করছি। উদ্বোধনের সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ সুপার (জেলা ট্রাফিক) বশির আহাম্মেদ, ওয়ালটন গ্র“পের কর্মকর্তা এসএম জাহিদ হাসান, শাহজাদা সেলিম, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খায়রুল সরকার প্রমুখ।

 

Comments (0)
Add Comment