রেকর্ড করল সিডনি ক্রিকেট গ্রাউন্ড

স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় ভেন্যু হিসেবে ১৫০ ওয়ানডে আয়োজনের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড। বুধবার দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যকার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল আয়োজনের মধ্য দিয়ে দেশটির প্রথম ভেন্যু হিসেবে সিডনি এই কৃতিত্ব গড়লো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনা রেকর্ড সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামের দখলে। প্রথম ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজনের ডাবল সেঞ্চুরি করা নিরপেক্ষ ভেন্যু শারজাহ ২১৯টি ওয়ানডে ম্যাচ আয়োজন করে সবার ওপরে রয়েছে। শারজাহ ও সিডনি ছাড়া আর তিনটি স্টেডিয়াম ওয়ানডে ম্যাচ আয়োজনের সেঞ্চুরি করেছে। এগুলো হলো- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (১৪২), কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম (১১৬) ও জিম্বাবুয়ের হারারে (১১৪) ক্রিকেট গ্রাউন্ড। ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ৮২টি ওয়ানডে আয়োজন করে সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে।

Comments (0)
Add Comment