রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মাইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। শিগগিরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করবে।
বাংলাদেশেরপত্র/এডি/পি