বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের যাবতীয় সমস্যা সহ ৮ দফা দাবি নিয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে সাধারন শিক্ষার্থীর ব্যানারে বেশ কিছু শিক্ষার্থী । আজ বুধবার বিকাল ৪ টা থেকে পুলিশ ক্যাম্পের সামনে তৈরিকৃত অস্থায়ী মঞ্চে এই আমরণ অনশন শুরু হবে বলে জানিয়েছেন আমরণ অনশনের মুখপাত্র অর্থনীতি ১ম ব্যাচের শিক্ষার্থী শাহাজাহান আলী ।আমরণ অনশনের ডাক দেওয়া এসএম নেকমাহমুদ অর্গন ও মনোয়ার হোসেন জানান ৮ দফা দাবিতে এই অনশনের ডাক দেওয়া হয়েছে ।দাবিগুলো সম্পর্কে জানতে চাইলে তারা বলেন,১।সেশনজট নিরসন ও যেসব বিভাগে সেশনজট রয়েছে সেসব বিভাগের সেমিস্টার ৪ মাসে শেষ করতে হবে, ২। বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষাকল্পে অবিলম্বে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, ৩।আবাসিক হল,ক্যাফেটেরিয়া চালু করতে হবে, ৪। পযার্প্ত বাস সার্ভিস চালু হবে, ৫। শিক্ষক সংকট নিরসন করতে হবে, ৬। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে, ৭।একজন পূর্নকালীন উপাচার্য যিনি ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে ও ৮। শিক্ষকদের হাতে যেন শিক্ষার্থীরা আর যাতে জিম্মি না হয় সেই জন্য কন্টিনিয়াজ নম্বর ৫০ থেকে ২৫ করতে হবে ।
এই আমরণ অনশনে সকল শিক্ষার্থীদেরকে সাথে থাকার জন্য আহবান জানিয়েছেন অনশনতব্য শিক্ষার্থীরা ।কেননা দুই পক্ষের শিক্ষক আর রাজনৈতিক ছাত্র সংগঠনের যাতাকলে এভাবে তিলে তিলে নিঃশেষ হওয়ার চেয়ে আমরণ অনশনই তাদের কাছে একমাত্র পথ বলে জানান তারা । এদিকে সাধারন শিক্ষার্থীদের এই অনশনকে নিয়ন্ত্রন করার জন্য বেশ কিছু পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় ।