একটি টেলিটক মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইজটজ লিখে স্পেস দিয়ে এইচ.এস.সি শিক্ষা বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এইচ.এস.সি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে এইচ.এস.সি পাশের সন লিখে স্পেস দিয়ে এস.এস.সি শিক্ষা বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এস.এস.সি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে এস.এস.সি পাশের সন লিখে স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিটের কোড (A/ B/ C/ D/ E/ F) লিখে ১৬২২২ নম্বরে এস.এম.এস পাঠাতে হবে। সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস-এ আবেদনকারীর নাম, রেজিস্ট্রেশন ফি এবং পিন নম্পর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস প্রেরণের মাধ্যমে সম্মতি জানাতে হবে। এক্ষেত্রে প্রথমে BRUR লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য নিজের ব্যবহত একটি মোবাইল (যেকোন অপারেটরের) নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আবেদনকারীর টেলিটক মোবাইলে কাঙ্খিত পরিমান টাকা থাকলে সম্মতি জানানোর সাথে সাথেই রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি কর্তন করে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার প্রবেশপত্রের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষা আগামী ৬, ৭, ৮ এবং ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।
এ বছর ছয়টি ইউনিটের অধীনে ছয়টি অনুষদভুক্ত মোট ২১টি বিভাগে এক হাজার একশত ৯০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। তবে বিশেষ কোটায় এই সংখ্যার অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় শতকরা পাঁচজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোটায় শতকরা একজন, প্রতিবন্ধী কোটায় শতকরা একজন, পোষ্য কোটায় শতকরা একজন, হরিজন কোটায় প্রতি দুই’শ জনে একজন এবং তৃতীয় লিঙ্গ কোটায় (হিজরা) প্রতি দুই’শ জনে একজন ভর্তি নেওয়া হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd/ www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।