রোনালদোর চ্যালেঞ্জ পোকার বোর্ডে নাদালকে


স্পোর্টস ডেস্ক:
আগেরবার নাদালের কাছে হেরে গিয়েছিলেন। বছর খানেক ধরে নাকি সেই হারের প্রতিশোধ নিতে ঘুরছেন। এবার সুযোগ এসেছে নাদালকে হারিয়ে দেওয়ার। তবে ফুটবল কিংবা টেনিস নয়, ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো চ্যালেঞ্জটা জানিয়েছেন পোকার বোর্ডে। প্লেয়িং কার্ড (তাস) দিয়ে বিশেষ ধরনের এই খেলাকে জুয়াই বলা যায়। ইউরোপে পেশাদারিভাবেই এ খেলার আয়োজন করা হয়। তেমনই এক সংস্থা এবার ক্রীড়াঙ্গনের দুই তারকাকে এক টেবিলে নিয়ে আসছে। আগামী ৬ নভেম্বর লন্ডনে রোনালদো আর নাদালের এই জুয়া খেলা সরাসরি সম্প্রচার করা হবে। যদিও এর আগে চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এমনই এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন দুই তারকা। যেখানে রোনালদোকে হারিয়ে ৮৯ হাজার পাউন্ড জিতে নিয়েছিলেন নাদাল। যদিও সেই অর্থের পুরোটাই তিনি দিয়েছিলেন একটি দাতব্য প্রতিষ্ঠানকে। এবারও তাদের এই জুয়া খেলার অর্থ দেওয়া হবে অন্য একটি দাতব্য প্রতিষ্ঠানকে। তবে এই খেলা ঘিরে এরই মধ্যে নিজেকে তৈরি করে নিয়েছেন রোনালদো। ‘গেলবার হেরে গেছি আমি। তবে এবার নাদালকে হারিয়ে সেই হারের প্রতিশোধ নেব। এতদিন এ খেলাটার কিছু কৌশল রপ্ত করেছি।’ নাদালও রোনালদোর চ্যালেঞ্জ লুফে নিয়ে জানিয়েছেন, ‘আমিও তৈরি, এই প্রথম সরাসরি ক্যামেরার সামনে আমি পোকার খেলতে যাচ্ছি। শেষবার রোনালদোকে হারিয়েছিলাম। তার পর থেকেই আমার এ খেলাটির ব্যাপারে আÍবিশ্বাস বেড়ে গেছে।’ ১৬ বার গ্র্যান্ডস্লামজয়ী টেনিস তারকা নাদাল এবার পোকার টেবিলেও বাজিমাত করতে চান।

Comments (0)
Add Comment