মোঃ খালেদুর রহমান ঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১২ জানুয়ারী ২০১৭ ইং তারিখ ২০১৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর খিচুড়ী পট্টি গলিস্থ দিলীপ দাসের মুদি দোকানের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২০৩০ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা উক্ত ব্যক্তিকে ঘেরাও পূর্বক আটক করে। ধৃত আসামী সম্পর্কে স্থানীয় লোকজনের নিকট জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সোহেল রানা(২৫)পিতা-মৃত মনছুর আলী, সাং-উত্তর দৌলতদিয়া যৌনপল্লী, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশীকালে ধৃত আসামীর পরিহিত জ্যাকেটের বাম পাশের বুক পকেট হতে একটি নীল রংয়ের ছোট পলিথিনের প্যাকেটে রক্ষিত ২০০ পিচ গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সম্পর্কে আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।