লক্ষ্মীপুরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৪

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন মাইক্রোবাস যাত্রী। আজ শনিবার সকালে ঢাকা-রায়পুর মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাস চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহত মো. জুয়েল, মান্নান ও আবদুর রহিম স্বপনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত তিনজন লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর এলাকার বাসিন্দা। তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, সকালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস চরচামিতা এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় তবে ট্রাকটিকে আটক করা হয়েছে।

Comments (0)
Add Comment