লক্ষ্মীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসন

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় লক্ষ্মীপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন। রোববার (৯ অক্টোবর) রাতে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করতে যান জেলা প্রশাসনের বিভন্ন কর্মকর্তা।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী রাত ১০ টার দিকে দালাল বাজার শ্রী-শ্রী মহাপ্রভু জিউআখড়া পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী পারমিতা জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান ও ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিন।
এদিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান মান্দারী ও চন্দ্রগঞ্জে ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

Comments (0)
Add Comment