রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে শান্তির পায়রা উড়িয়ে ও ফিতা কেটে দিনব্যাপী বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পৌর শহরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধন করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট (পিপি) জসিম উদ্দিন। এ উপলক্ষে এক প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। এতে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এতে মোট ৮টি খেলার আয়োজন করা হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।
এ সময় বিদ্যালয়রে প্রধান শিক্ষক আবদুর গফুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থা কমিটির সদস্য আবদুল কুদ্দুছ চৌধুরী, মৃত্যুজয় মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেন, সিনিয়র শিক্ষক গিয়াস উ্িদ্দন, বেলায়েত হোসেন ও ক্রীড়া শিক্ষক মো. আবুল খায়ের প্রমূখ।